Header Ads

Header ADS

Phy 2nd Paper

রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর বরিশাল বোর্ড ২০১৮
পদার্থবিজ্ঞান: দ্বিতীয় পত্র (সৃজনশীল)
 ১ একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের  অংশ কাজে পরিণত করে এর তাপগ্রাহকের তাপমাত্রা 54 K কমালে দক্ষতা দ্বিগুণ হয় উৎসে ব্যবহৃত পদার্থের ভর m একক আপেক্ষিক তাপ s একক
. অন্তঃস্থ শক্তি কাকে বলে?
. ইঞ্জিনের কর্মদক্ষতা রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাংকের মধ্যে পার্থক্য নিরূপণ কর
. এর তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় কর
. ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে নাকি কমবে গাণিতিকভাবে ব্যাখ্যা দাও
 ২    
B তারকে A তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা 10 cm ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয় চিত্রানুযায়ী P বিন্দুটি A B তারের ঠিক মাঝখানে অবস্থিত Bতারের একক দৈর্ঘ্যের ভার 0.06122 gm
. নিবৃত্তি বিভব কী?
. ট্রানজিস্টরের ইমিটার বেস সমপরিমাণে ডোপায়িত থাকে না কেন?
. P বিন্দুতে লব্ধি চৌম্বকক্ষেত্রের মান কত?
. অন্তরক খুঁটি সরিয়ে নিলে B তারটি শূন্যে ভাসমান থাকবে কিনা- গাণিতিক বিশ্লেষণসহ যাচাই কর
 ৩ একটি পরীক্ষণে, একটি বস্তুকে একটি উভোত্তল লেন্সের 75 cm সামনে স্থাপন করা হল, যার বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm 30 cmএতে 30 cm পিছনে প্রতিবিম্ব গঠিত হয় অন্য একটি পরীক্ষণে, লেন্সটিকে 1.33 প্রতিসরাঙ্কের মাধ্যমে স্থাপন করা হলো।
, অপবর্তন কাকে বলে?
. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রিয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা কর
. প্রথম ক্ষেত্রে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর
. দ্বিতীয় পরীক্ষায় একই দূরত্বে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের
প্রকৃতি প্রথম পরীক্ষার অনুরূপ হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর
 ৪।    
পরবর্তীতে গতিশীল প্রোটনটির উপর 0.50 T মানের একটি চৌম্বকক্ষেত্র পৃষ্ঠের লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো
. লেন্সের সূত্রটি লিখ
. তড়িৎ বর্তনীতে অ্যামিটার কেন শ্রেণিতে সংযুক্ত করা হয়?
. চৌম্বকক্ষেত্র প্রোটনটির উপর কত বল প্রয়োগ করবে?
. চৌম্বকক্ষেত্র প্রয়োগের পর প্রোটনের গতিপথ গাণিতিকভাবে বিশ্লেষণ কর
 ৫    
উদ্দীপকটি লক্ষ্য কর
. এক অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দাও
. সান্ট কিভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে?
. ১নং চিত্রের বর্তনীর মূল প্রবাহ বের কর
. ২নং চিত্রের LED বাতিটি জ্বলবে কিনা ব্যাখ্যা কর
 ৬।   আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সি (X) 1000 kms-1 বেগে দূরে সরে যাচ্ছে X গ্যালাক্সিতে একটি 5 M0 ভরের কৃষ্ণবিবর আছে [হাবল ধ্রুবক, ; সৌরভর, ;  ; আলোকবর্ষ ]
. অদৃশ্য বস্তু (Dark matter) কাকে বলে?
. চন্দ্রশেখর সীমার মাধ্যমে শ্বেত বামন নিউট্রন তারকার মধ্যে পার্থক্য নিরূপণ কর
. x গ্যালাক্সি আমাদের থেকে কত দূরে অবস্থিত আলোকবর্ষের মাধ্যমে নির্ণয় কর
. কোনো আলোকরশ্মি কৃষ্ণবিবরের 12 km দূর দিয়ে চলে যেতে পারবে কিনা যাচাই কর
 ৭। ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায়  তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলো চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 mm এবং চিড় হতে পর্দার দূরত্ব 2 m
. আলোর বিচ্ছুরণ কাকে বলে?
. আলোক রশ্মির বিচ্যুতি কি প্রিজম কোণের উপর নির্ভর করে? ব্যাখ্যা কর
. কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় কর
. দশম উজ্জ্বল ডোরা এবং দশম অন্ধকার ডোরার মধ্যকার কৌণিক অবস্থান তুলনা কর
 ৮। একটি  ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি একটি  কে আঘাত করে ফিশন বিক্রিয়াটি নিম্নরূপ:  +  +  + 3 + শক্তি
[ এর ভর = 235.04 amu;  এর ভর = 140.91 amu;  এর ভর = 91.91 amu;  এর ভর = 1.008 amu;  এর ভর = 55.939 amu; প্রোটনের ভর = 1.0072 amu; 1 amu = 931.5Mev.]
. ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা দাও
. বোর কিভাবে রাদারফোর্ড মডেল সংশোধন করেছিলেন?
. ফিশন বিক্রিয়াটির ভরত্রুটি নির্ণয় কর
. ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি  ভাঙতে পারবে কিনা যাচাই কর।

No comments

Powered by Blogger.